ফেদেরারের সামনে জয়, ‘কুফা’ কাটালেন জোকোভিচ | চ্যানেল আই অনলাইন

ফেদেরারের সামনে জয়, ‘কুফা’ কাটালেন জোকোভিচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উইম্বলডনে আরও একটি মাইলফলকের পথে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে সোমবার ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ১৬তম বারের মতো অল ইংল্যান্ড ক্লাবের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান মহাতারকা। যা দিয়ে উইম্বলডনে রজার ফেদেরারের সামনে জিততে না পারার ‘কুফা’ কাটিয়েছেন জোকো।

গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেছেন রেকর্ড আটবারের উইম্বলডনজয়ী রজার ফেদেরার। ফাইনালে জিততে পারলে কিংবদন্তি ফেদেরারের আটবারের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন জোকোভিচ, ছেলে-মেয়েদের মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার কীর্তিও গড়বেন ৩৮ বর্ষী মহাতারকা। অজি কিংবদন্তি মার্গারেট কোর্ট ও জোকোভিচ ২৪ বার করে গ্র্যান্ড স্লাম জিতে যৌথভাবে শীর্ষে আছেন।

ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘সম্ভবত এটাই প্রথমবার, যখন তিনি (ফেদেরার) গ্যালারিতে বসে আমার খেলা দেখলেন আর আমি জিতলাম। এর আগে কয়েকবার তার সামনে হেরেছিলাম, অবশেষে কুফাটা কাটল আমার।’

ফেদেরারকে ঘিরে স্মৃতিচারণও করেছেন সার্বিয়ান জোকার, ‘তিনি বড় এক চ্যাম্পিয়ন, যাকে আমি সবসময় শ্রদ্ধা করেছি, প্রশংসা করেছি। আমরা অনেক বছর একসঙ্গে কোর্ট ভাগাভাগি করেছি। তাকে আবার এখানে দেখে দারুণ লাগছে।’

Scroll to Top