Last Updated:
Akash Deep: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট শিকার করে ভারতের ৩৩৬ রানের রেকর্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আকাশ দীপ। ভাইয়ের সাফল্যের পর প্রতিক্রিয়া দিলেন ক্যানসার আক্রান্ত দিদি।

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট শিকার করে ভারতের ৩৩৬ রানের রেকর্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আকাশ দীপ। টেস্ট কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একাধিক রেকর্ডও নিজের নামে করেছেন আকাশ দীপ। ম্যাচ শেষে প্রতিক্রিয়া দেওয়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেনি বাংলার পেসার। জানান তার দিদি ক্যানসার আক্রান্ত ও এই সাফল্যে অসুস্থ দিদিকেই ডেডিকেট করেন তিনি। প্রতিটি বল করার সময় দিদির মুখ সামনে ভেসে উঠেছে বলেও জানান আকাশ দীপ।
আকাশ দীপের সাফল্যে উচ্ছাসিত তার দিদি অখন্ড জ্যোতি সিং। বর্তমানে ক্যানসারের চিকিৎসাধীন রয়েছেন তিনি। সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আকাশ দীপ সবসময় চেয়েছে ভালো ক্রিকেট খেলে নিজের জন্য নাম ও খ্যাতি অর্জন করতে। ২০০৭ সালে ভারতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সে অনুপ্রাণিত হয়েছিল ক্রিকেট খেলার প্রতি।
এছাড়াও আকাশ দীপের দিদি বলেন, “আমি চাই ও আরও ভালো খেলুক এবং দেশের হয়ে এমন পারফরম্যান্স চালিয়ে যাক। আমার আশীর্বাদ ওর সঙ্গে আছে। আমি আজ খুব খুশি। আমি ওকে বলেছি যেন আরও ১০ উইকেট নিতে থাকে।” আকাশের মা-বাবা সহ পরিবারের অন্য সদস্যরাও ছেলের কেরিয়ারে আরও সাফল্য কামনে করেছেন।
প্রসঙ্গত, প্রথম টেস্টে দলে জায়গা পাননি আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ না খেলায় সেই জায়গায় প্রথম একাদশে তিনি সুযোগ পান। আর সুযোগ পেয়েই ম্যাচে ১০ উইকেট নিয়ে রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করেন। বার্মিংহামে পারফরম্যান্সের নিরিখে সিরিজের বাকি ম্যাচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন আকাশ দীপ। আগামী ম্যাচগুলিতে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য়।
Kolkata,West Bengal
July 07, 2025 11:20 PM IST