আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেলেন ভারতের ক্রীড়া ও মিডিয়া জগতের পরিচিত মুখ সঞ্জোগ গুপ্ত। সোমবার তাকে প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করে আইসিসি।
চলতি বছর জানুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা অস্ট্রেলিয়ার জেফ অ্যালারডাইসের স্থলাভিষিক্ত হলেন সঞ্জোগ। ২০১৭ সাল থেকে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লারের (এমসিসি) একজন সক্রিয় সদস্য।
আইসিসি জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য ২৫টি দেশ থেকে ২৫০০টির বেশি আবেদন জমা পড়ে। আইসিসির সিইও নিয়োগে দায়িত্বপ্রাপ্ত নমিনেশন কমিটির সুপারিশে আইসিসির চেয়ারম্যান জয় শাহ সঞ্জোগ গুপ্তকে নিয়োগে অনুমোদন দেন। কমিটিতে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, এসএলসি প্রেসিডেন্ট শামি সিলভা, এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
গুপ্তকে নিয়োগ দেয়ার প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘সঞ্জোগ গুপ্তর ক্রীড়া কৌশল ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ক্রিকেটের ভবিষ্যৎ বিস্তারে বড় ভূমিকা রাখবে। তার মিডিয়া দক্ষতা ও প্রযুক্তির প্রতি আগ্রহ আইসিসিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে ‘
সঞ্জোগ গুপ্ত ২০১০ সালে স্টার ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। সেখানে কনটেন্ট, প্রোগ্রামিং ও স্ট্র্যাটেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০২০ সালে তিনি ডিজনি ও স্টার ইন্ডিয়ার স্পোর্টস সিইও হন। ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ ও ডিজনি স্টার এর সংযুক্তিকরণের পর গঠিত নতুন প্রতিষ্ঠান জিও স্টারে তিনি স্পোর্টস এন্ড লাইভ এক্সপেরিয়েন্স এর প্রধান নির্বাহী হন।