গিলের রেকর্ড বন্যা, জিততে ৬০৮ রানের পাহাড় টপকাতে হবে ইংল্যান্ডেকে | চ্যানেল আই অনলাইন

গিলের রেকর্ড বন্যা, জিততে ৬০৮ রানের পাহাড় টপকাতে হবে ইংল্যান্ডেকে | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মোটামুটি নিজেদের করে নিয়েছে ভারত। বার্মিংহামে শেষ দিনে ইংল্যান্ডকে জিততে টপকাতে হবে রানের পাহাড়। ভারতের দেয়া ৬০৮ রানের লক্ষ্য টপকাতে পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডকে করতে হবে ৫৩৬ রান। বিপরীতে দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতায় আসতে ভারতের প্রয়োজন মাত্র ৭ উইকেট।

বার্মিংহামে প্রথম ইনিংসে ভারত করেছিল ৫৮৭ রান। জবাব দিতে নেমে ৪০৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে শুভমন গিলের দল ১৮০ রানের লিড পেয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। প্রথম ইনিংসের লিড মিলে ৬০৮ রানের লক্ষ্য দিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডকে। চতুর্থ দিন ব্যাট করতে নেমে ৭২ রানে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও ওলি পোপ শেষ দিন ব্যাট করতে নামবেন।

দুই ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসের ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে আউট হয়েছেন ২৫ বর্ষী তারকা। তাতেই অসংখ্যা রেকর্ডের মালিক বনে গেছেন ডানহাতি এ ব্যাটার। এক নজরে দেখে নেয়া যাক শুভমন গিলের রেকর্ডগুলো।

বার্মিংহাম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৪৩০ রান করেছেন গিল যা টেস্টের ইতিহাসে এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। এক টেস্টে সর্বোচ্চ রান গ্রাহাম গুচের ৪৫৬। ১৯৯০ সালের ভারতের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন গুচ।

এক টেস্টে দুইবার ১৫০ রানের বেশি করা দ্বিতীয় ব্যাটার গিল। প্রথমটি করেছিলেন অ্যালান বোর্ডার, ১৯৮০ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে বোর্ডার অপরাজিত ১৫০ ও ১৫৩ রান করেছিলেন।

এক টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা নবম ব্যাটার ভারতীয় অধিনায়ক গিল। ভারতীয়দের মধ্যে একমাত্র সুনীল গাভাস্কার এমন কীর্তির মালিক ছিলেন।

গিলের আগে দুজন ভারতীয় অধিনায়ক এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। গাভাস্কার ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনসে ১০৭ ও ১৮২ রান করেছিলেন। ২০১৪ সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ১১৫ ও ১৪১ রান করেছিলেন।

ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার গিল। হেডিংলিডতে সিরিজের প্রথম টেস্টে রিশভ পান্ট দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।

ভারত এজবাস্টনে দুই ইনিংসে মোট ১০১৪ রান করেছে যা তাদের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৯১৬ রানের, ২০০৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওই কীর্তি গড়েছিল ভারত। সবমিলিয়ে এটি চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড এবং ষষ্ঠবার কোনো একটি দল ১০০০ রান অতিক্রম করল।

এক টেস্টে গিল এবং রবীন্দ্র জাদেজার জুটি প্রথম ভারতীয় হিসেবে একশত ও দুইশত রানের জুটি করার রেকর্ড গড়েছে। নবম ভারতীয় জুটি হিসেবে ছেলেদের ক্রিকেটে দুটো সেঞ্চুরির জুটি গড়ার রেকর্ড করেছেন তারা।

ইংল্যান্ডে প্রথম দুই টেস্টে ৫৮৫ রান করেছেন ভারতের অধিনায়ক গিল যা দুই টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৩ সালে গ্রায়েম স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ৬২১ রান করেছিলেন। অধিনায়ক হিসেবে দুই টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গিলের দখলে। তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলির ৪৪৯ রানকে।

Scroll to Top