জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন গণতন্ত্রহীন বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কোন আবেগের বিষয় নয়। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার। জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।
শনিবার (৫ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রায় বগুড়া শহরের কলোনী পলিটেকনিকের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা সাতমাথা গিয়ে সেখানে মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। আজ শহরের সাতমাথায় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখা এ পযদযাত্রার আয়োজন করে।
বগুড়ায় পদযাত্রা শুরুর আগে পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন।