Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

Last Updated:

প্রতীকী ছবি৷ Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
প্রতীকী ছবি৷

পুণের অভিজাৎ আবাসনের ফ্ল্যাটে এক তরুণীর ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ পেশায় আইটি কর্মী ওই তরুণীর অভিযোগ ছিল, ডেলিভারি এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক জোর করে তাঁর ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধর্ষণ করে৷ এমন কি, অভিযুক্ত যুবক তাঁর মোবাইলে সেলফি তুলে হুমকি মেসেজ লিখে যায় বলেও অভিযোগ করেন তরুণী৷

যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছ, যে যুবকের বিরুদ্ধে ২২ বছর বয়সি তরুণী এই অভিযোগ করেছেন তিনি আসলে ওই তরুণীরই বন্ধু এবং তাঁরা পরস্পরকে প্রায় বছর দুয়েক ধরে চিনতেন৷ শুধু তাই নয়, ওই তরুণী নিজেই মোবাইলে ওই যুবকের সঙ্গে সেলফি তুলে পরে সেটি এডিট করে হুমকি মেসেজ লিখে পুলিশকে দেখিয়েছিলেন বলেও দাবি করেছেন পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার৷

প্রাথমিক ভাবে তরুণী অভিযোগ করেছিলেন, বুধবার সন্ধ্যায় ডেলিভারি এজেন্ট হিসেবে তাঁর ফ্ল্যাটের দরজায় আসেন এক যুবক৷ তিনি দরজা খুলতেই জোর করে ভিতরে ঢুকে ওই যুবক তাঁকে ধর্ষণ করে৷ নির্যাতনের সময় তিনি সংজ্ঞাহীন হয়ে যান বলে দাবি করেন তরুণী৷ তিনি আরও দাবি করেন, ধর্ষণের পর তাঁর মোবাইলে ওই যুবক একটি সেলফি তোলে৷ তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ফের তাঁর ফ্ল্যাটে আসার হুমকি মেসেজ লিখে যায় ওই যুবক৷ তরুণীর দাবি ছিল, জ্ঞান ফিরলে তিনি দেখেন, ওই যুবক পালিয়ে গিয়েছেন৷

কিন্তু পুলিশি তদন্তে সম্পূর্ণ উল্টো তথ্য উঠে আসে৷ জানা যায়, অভিযুক্ত ওই যুবক অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তরুণীর দীর্ঘদিনের বন্ধু৷ ওই সেলফিও তরুণী নিজেই তুলেছিলেন৷ তাতে যুবকের মুখ স্পষ্ট ছিল৷ পরে নিজেই সেই ছবিতে কারসাজি করে যুবকের মুখ অর্ধেক বাদ দিয়ে দেন ওই তরুণী৷ তার পর সেই ছবি সঙ্গে হুমকি মেসেজ লেখেন তিনি৷ এমন কি, তাঁকে কেমিক্যাল স্প্রে করে সংজ্ঞাহীন করার যে অভিযোগ তরুণী করেছিলেন, তারও কোনও প্রমাণ পায়নি পুলিশ৷

ফলে গোটা ঘটনায় তরুণীর ভূমিকা নিয়েই এবার সংশয়ী পুলিশ৷ কেন তরুণী পুলিশকে মিথ্যে তথ্য দিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ ওই তরুণী এবং যুবককে জিজ্ঞাসাবাদ চলছে৷ তরুণীকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

Scroll to Top