মোহাম্মদপুরে চাপাতি দিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, দুজন আহত

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, দুজন আহত

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় মিন্টু আহত হলেও সেটি তেমন গুরুতর মনে হয়নি। যদিও পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশের একটি সূত্র জানায়, মিন্টুর শরীরের বিভিন্ন অংশে চাপাতির উল্টোপিঠ দিয়ে আঘাত করা হয়েছে। গতকাল সকালে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। পরে রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয। ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Scroll to Top