কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি লেকে সাঁতার কাটতে গিয়ে মোহাম্মদ ছলিম (১৪) নামে এক রোহিঙ্গা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের পাশের একটি পাহাড়ঘেরা লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলিম ক্যাম্প-১৯ এর এ/২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নাসিমের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, শিশুটি বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে লেকে সাঁতার কাটছিল। একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছলিমকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢলে গঠিত লেকটি রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন হলেও সেখানে কোনও ধরনের নিরাপত্তা বা সতর্কতা ব্যবস্থা নেই, ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।