Last Updated:
কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণে জেলার সফলতার পথ দেখাচ্ছে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত, ২০২১ সালে প্রজেক্টের সূচনা করে বর্তমানে পঞ্চায়েত উপার্জনের পথ দেখছে এর মাধ্যমে

বর্জ্য প্রক্রিয়াকরণে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের সফলতা
হাওড়া: কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণে সফলতা সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত! ২০২১ সালে প্রক্রিয়াকরণের সূচনা হয়ে সমান্তরালভাবে পরিচালনা করে আগামী দিনে আয়ের উৎস এই প্রক্রিয়াকরণ কেন্দ্র। মোটেও এই প্রক্রিয়াকরণ চালান সহজ ব্যাপার নয়, চাই কৌশলগতভাবে সফলতা। এই সফলতার জেরে পঞ্চায়েত প্রধান ডাঃ প্রদ্যুৎ পাল রাজ্যের বাইরে থেকেও প্রশংসিত হয়েছেন। কতকগুলি বিশেষ দিক গুরুত্ব দিয়ে হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েতের এসএলডব্লিউএম প্রজেক্ট হল সাঁকরাইল অঞ্চলে কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনার সফলতা পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করা হয়, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে।
২০২১ সাল থেকে পথ চলা শুরু করে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের এসএলডব্লিউএম প্রজেক্ট। হাওড়া জেলায় সব চেয়ে সফলতা পেয়েছে এই প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে আগামী দিনে ভাল অর্থনৈতিক দিক পেতে চলেছে পঞ্চায়েত। কীভাবে এই সফলতা পাবে পঞ্চায়েত জেনে নেব বিস্তারিত।
ইতিমধ্যেই সাঁকরাইল এসএলডব্লিউএম প্রজেক্টে পরীক্ষামূলক ভাবে ‘ইকো ব্রিকস’ ব্যবহার করা হয় কয়েক বছর আগে। ‘ইকো ব্রিকস’ অর্থাৎ ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বোতল। প্লাস্টিক বোতলকে ইটের পরিবর্তে ব্যবহার করে দেওয়াল তৈরি হচ্ছে। চিপস, বিস্কুট ও মশলার বিভিন্ন মাল্টিলেয়ার প্লাস্টিক ভরে দেওয়া হয় ওই প্লাস্টিকের বোতলে।
এসএলডব্লিউএম প্রজেক্টে পরিবেশ সুরক্ষার জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ দূষণ হ্রাস করা হয়। এমনকি বর্জ্য থেকে রিসাইকেলযোগ্য উপাদান সংগ্রহ করে অর্থনৈতিক সুযোগ তৈরি করা হয়। এই প্রজেক্ট-এ বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার ব্যবস্থা করা হয়। সংগ্রহ করা বর্জ্যকে প্রক্রিয়াকরণ করে রিসাইকেলযোগ্য উপাদান আলাদা করা হয়। প্রক্রিয়াকরণ করা বর্জ্য থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়, যেমন – ইকো-ব্রিকস যা ইটের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। সর্বোপরি এসএলডব্লিউএম প্রজেক্টের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।এই প্রজেক্ট প্রজেক্ট মূলত হাওড়া জেলার সাঁকরাইল অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করতে সাহায্য করে।
রাকেশ মাইতি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 12, 2025 9:16 PM IST