ঈদযাত্রার শেষ মুহূর্তে যমুনা সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রার শেষ মুহূর্তে যমুনা সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদুল আজহার প্রাক্কালে শেষ মুহূর্তেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমেনি। বিশেষ করে উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় পাকুল্লা থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি অংশে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে। যানবাহনের তীব্র চাপ থাকলেও বড় ধরনের যানজট এখন পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঈদের ছুটিতে মানুষ রাজধানী ছাড়ায় মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। ফলে একমুখী চাপের কারণেই মহাসড়কে ধীরগতি দেখা দিচ্ছে।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬০০ সদস্য গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় মোতায়েন রয়েছেন। টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত ২৬টি জেলার ৯৮টি রুটের যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন চলাচল করে। ফলে ঈদ যাত্রার সময় এ মহাসড়কটিতে ব্যাপক চাপ পড়ে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনের চাপ নিয়ন্ত্রণে রাখতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং কোথাও যানজট সৃষ্টি হলে দ্রুত তা নিরসনের চেষ্টা চলছে।

Scroll to Top