Sikkim Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট ধস সিকিমে, ভয়ঙ্কর পরিস্থিতি! পায়ে হেঁটে পাহাড় থেকে নামছেন পর্যটকেরা

Sikkim Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট ধস সিকিমে, ভয়ঙ্কর পরিস্থিতি! পায়ে হেঁটে পাহাড় থেকে নামছেন পর্যটকেরা
সিকিমের মঙ্গনের সূত্রে জানা গিয়েছে লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক, লাচুংয়ে আটকে রয়েছেন ১৩৫০ জন পর্যটক। তিনি বলেছেন, একাধিক জায়গায় ধসের কারণে দুই জায়গা থেকেই বেরনোর রাস্তা বন্ধ। এই কারণেই যতক্ষণ না রাস্তা খুলছে, ততক্ষণ পর্যটকদের হোটেলে থাকতে বলা হচ্ছে।খাবার ও পরিষেবা যতটা সম্ভব ঠিক রাখা হচ্ছে। তবু, পাহাড়ে আবদ্ধ থাকার এক অস্বস্তিকর অনুভূতি যেন ঘিরে রয়েছে সবাইকে।Sikkim Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট ধস সিকিমে, ভয়ঙ্কর পরিস্থিতি! পায়ে হেঁটে পাহাড় থেকে নামছেন পর্যটকেরা

সিকিমের মঙ্গনের সূত্রে জানা গিয়েছে লাচেনে আটকে রয়েছেন ১১৫ জন পর্যটক, লাচুংয়ে আটকে রয়েছেন ১৩৫০ জন পর্যটক। তিনি বলেছেন, একাধিক জায়গায় ধসের কারণে দুই জায়গা থেকেই বেরনোর রাস্তা বন্ধ। এই কারণেই যতক্ষণ না রাস্তা খুলছে, ততক্ষণ পর্যটকদের হোটেলে থাকতে বলা হচ্ছে।খাবার ও পরিষেবা যতটা সম্ভব ঠিক রাখা হচ্ছে। তবু, পাহাড়ে আবদ্ধ থাকার এক অস্বস্তিকর অনুভূতি যেন ঘিরে রয়েছে সবাইকে।

Scroll to Top