
‘মহিলাটি গৃহবধূ। যৌন সম্পর্ক করতে অস্বীকার করার পর যে তর্ক শুরু হয়েছিল, তার মধ্যেই মহিলা নিয়েক গায়ে রাগের বশে কেরোসিন ঢেলে দেয়। তিনি জ্বালাতে না পারলেও, আওয়াদ গ্যাস থেকে একটি কাগজ জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে দেয়। এতে আওয়াদের স্ত্রী পুড়ে যান, তাঁকে সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে,’ কর্মকর্তা বলেন।