নিবন্ধন ফেরতের রায় পেয়ে যা বললেন জামায়াতে ইসলামীর আমীর | চ্যানেল আই অনলাইন

নিবন্ধন ফেরতের রায় পেয়ে যা বললেন জামায়াতে ইসলামীর আমীর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বাতিল করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (১ জুন) এ বিষয়ে জামায়াতের আমীর বলেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।

তিনি বলেন, মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।

Scroll to Top