সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি তিন পর্বের অনুষ্ঠান আয়োজন করেন। প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর আব্দুল মান্নানের সভাপতিত্বে, সদস্য সচিব মীর মনিরুজজামান তপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ চৌধুরী সি আই পি, প্রকৌশলী গিয়াস উদ্দিন, মঈন চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, টিপু সুলতান, শেখ মোস্তক, রহিম চৌধুরী, আহমেদ রহিম, আলমগীর হোসেন, সোলেমান ভুট্টো, ফরহাদ হোসেন রুমি, কাজী নজরুল ইসলামসহ বিএনপি ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন।
প্রধান অতিথি সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী আব্দুল মান্নান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনাকালে তিনি বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা বাংলাদেশিদের মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল যা আজও অন্যান্য দল অনুসরণ করে। জিয়াউর রহমানের প্রতিটি কর্মীকে জানতে হবে শহীদ রাষ্ট্রপতি কি ছিলেন, কেমন ছিলেন এবং মৃত্যুর পর তিনি তার উত্তরসূরিদের জন্য কি সম্পদ রেখে গিয়েছিলেন।
তিনি বলেন, আমাদের জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে তাহলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে।
আগামী নির্বাচনে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়িত হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামী সংসদে অবশ্যই প্রবাসীদের প্রতিনিধি থাকবে বলে তিনি বিশ্বাস করেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সর্বশক্তি নিয়োগ করে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দিকে তাকিয়ে আছে।
আগামী দিনের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখছে তা বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে অর্থনীতির গতিকে সচল রাখতে সকল প্রবাসীকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরনের প্রতি তিনি আহ্বান জানান।