পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে বেঙ্গালুরু | চ্যানেল আই অনলাইন

পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে বেঙ্গালুরু | চ্যানেল আই অনলাইন

২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলের ফাইনালে খেলেছিল বেঙ্গালুরু। তিনটি ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি কখনও। নয় বছর পর আবারও শিরোপা মঞ্চে দলটি। ১১ বছর ধরে ফাইনালে খেলার অপেক্ষায় থাকা পাঞ্জাব কিংসে বিপক্ষে বড় জয়ে চতুর্থবারের মত আইপিএলে ফাইনালে খেলা নিশ্চিত করেছে বিরাট কোহলিরা।

মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। তাতে সরাসরি ফাইনালে পৌঁছেছে দলটি। পাঞ্জাবের সুযোগও অবশ্য এখনও শেষ হয়নি, এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে দ্বিতীয়বার সুযোগ পাবে তারা। সে ম্যাচে এলিমিনেটর থেকে উঠে আসা দলকে হারাতে পারলে ফাইনালে খেলবে পাঞ্জাব।

টসে হেরে আগে ব্যাটে নেমে ১৪.১ ওভারে ১০১ রানে থামে পাঞ্জাব। জবাবে নেমে ৬০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু।

পাঞ্জাব ব্যাটারদের ব্যর্থতার মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল দুজন। সর্বোচ্চ ২৬ রান (১৭ বলে) আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। এছাড়া প্রভসিমরন সিং ১০ বলে ১৮ এবং আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করেন।

বেঙ্গালুরু বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ও সুয়েষ শর্মা তিনটি করে উইকেট নেন। যশ দায়াল নেন দুই উইকেট।

রানতাড়ায় নেমে অপ্রতিরোধ্য ফিফটিতে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন ফিল সল্ট। ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ১৩ বলে ১৯, রজত পতিদার ৮ বলে ১৫ এবং বিরাট কোহলি ১২ বলে ১২ রান করেন।

পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন কাইল জেমিসন ও মুসীর খান।

Scroll to Top