Last Updated:
শোকের ছায়া মালদহের গাজোলে। একইসঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের দুই নাবালক পুত্রের মৃত্যু। বাড়ির পাশে পুকুরের কাছে খেলার সময় জলে ডুবে মৃত্যু হয় দুই নাবালক ভাইয়ের। শোকের ছায়া সিভিক ভলেন্টিয়ারের পরিবারে।

মালদহ: মর্মান্তিক পরিণতি সিভিক ভলেন্টিয়ারের দুই পুত্রের। বাড়ির পাশে পুকুরের ধারে খেলার সময় জলে ডুবে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের দুই নাবালক পুত্রের। বৃহস্পতিবার দুপুরে ঘটনায় শোকের ছায়া নেমে আসে মালদহের গাজোল ব্লকের দেওতলার দোঁয়াস গ্রামে। পুকুর থেকে দেহ উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, মালদহের গাজোল ব্লকের দেওতলার দোঁয়াস গ্রামের বাসীন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার রবি মুদি। তার দুই নাবালক ছেলের একজনের বয়স পাঁচ এবং অন্যজনের সাত। তারা দুজনেই বাড়ির পাশে একপুকুরের ধারে খেলা করছিল। সেই সময় কোনভাবে পাঁচ বছরের শিশুটি পুকুরে ডুবে যায়।
তা দেখে তার বড় ভাই তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু তার ছোট ভাইয়ের সঙ্গে সেও পুকুরে তলিয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে তাদেরই এক বন্ধু আর্ত চিৎকার করে। সেই বন্ধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও দুই ভাইকে বাঁচাতে ব্যর্থ হয়। পুকুর থেকে নিথর দেহ উদ্ধার হয় তাদের।
মৃত দুই নাবালকের বাবা সিভিক ভলেন্টিয়ার রবি মুদি বলেন,”ডিউটিতে যাওয়ার জন্য বাড়িতে রেডি হচ্ছিলাম। বাড়ির পাশেই আমার ছেলেগুলো খেলছিল। হঠাৎ বাড়ির পাশে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখি আমার ছেলেগুলোর পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না।”
একই সঙ্গে দুই সন্তান হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার-সহ গোটা গ্রামে।
জিএম মোমিন।
Kolkata,West Bengal