মে মাসে মুম্বাইয়ে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি – DesheBideshe

মে মাসে মুম্বাইয়ে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি – DesheBideshe



মে মাসে মুম্বাইয়ে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি – DesheBideshe

নয়াদিল্লি, ২৭ মে – ২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই রাজধানী শহরে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেখানে।

মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার আনেক আগে এসেছে বর্ষা। আইএমডি মুম্বাই শাখা দপ্তরের প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সাধারণত জুনের ১১ তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে ২৫ মে থেকে।

আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।

সাম্প্রতিক রোববার-সোমবারের ব্যাপক বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সামনে আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং ইতোমধ্যে মুম্বাই ও তার আশপাশের এলাকায় হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ মে ২০২৫



Scroll to Top