আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে বল হাতে আলো ছড়িয়ছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে শিকার করেছেন তিন উইকেট। তাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন টাইগার পেসার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মোস্তাফিজ।
সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন। নিজের ৬০তম ম্যাচে সাকিবকে ছুঁতে মোস্তাফিজের দরকার ছিল এক উইকেট। তবে ৩ উইকেট শিকার করে ছড়িয়ে যান টাইগার কিংবদন্তিকে। আসরে আসরে দিল্লির জার্সিতে তিন ম্যাচ খেলে মোট চার উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
পাঞ্জাবের বিপক্ষেও মোস্তাফিজ ছিলেন দারুণ। বল হাতে দলের সেরা পারফর্মার টাইগার পেসার। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। সর্বোচ্চ উইকেট নেয়ার পাশাপাশি সবচেয়ে কম রান খরচ করা বোলারও মোস্তাফিজ।
জয়পুরে টসে হেরে আগে ব্যাটে নামে পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান করে তারা। পাঞ্জাব ব্যাটারদের মধ্যে শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। এছাড়া জশ ইংলিশ ১২ বলে ৩২ এবং প্রভসিমরন সিং ১৮ বলে ২৮ রান করেন।
মোস্তাফিজের তিন উইকেটের পাশাপাশি ভিপরাজ নিগম ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।