বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে এমবাপের জোড়া গোল | চ্যানেল আই অনলাইন

বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের বিদায়ী ম্যাচে এমবাপের জোড়া গোল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসন্ন ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। লা লিগা চলতি মৌসুমে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। একই সাথে এই ম্যাচেই মাদ্রিদ ডাগআউটে শেষবারের মত দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। লস ব্লাঙ্কোস কোচ হিসেবে আনচেলত্তির বিদায়ী ম্যাচে এবং বার্নাব্যুতে মদ্রিচের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে। তাতে ২-০ গোলে সোসিয়েদকে হারিয়ে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করলো রিয়াল।

ম্যাচের ৮৭ মিনিটে বার্নাব্যুতে যেন বিদায়ের রাগিনী বেজে উঠে। দুই দলের কয়েকজন খেলোয়াড় দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, মাঝ দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান লুকা মদ্রিচ। লস ব্লাঙ্কোস আঙিনায় নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রোয়েশিয়ান তারকা। সতীর্থদের কয়েকজন তাকে জড়িয়ে ধরলেন, গত বছর বিদায় নেয়া টনি ক্রুসও হাসিমুখে এগিয়ে এলেন দীর্ঘদিনের সতীর্থের বিদায়ের সঙ্গী হতে। মদ্রিচের দুই চোখে অশ্রুর দেখা মেলে। একই সাথে মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানলেন লুকাস ভাজকুয়েজও।

ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে সোসিয়েদ ডিফেন্ডার পাবলো মারিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। এমবাপে শট নেন। তবে গোলরক্ষক উনাই মারিরো বাঁ-দিকে ঝাপিয়ে ফরাসি তারকার শট ঠেকিয়ে দেন। তবে ফিরতি বল নাগালে পেয়ে জালে পাঠান এমবাপে। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে। ৮৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে সোসিয়েদ জালে বল পাঠান এমবাপে। পরে ২-০ গোলে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এমবাপে-ভিনিসিয়াসরা।

Scroll to Top