বাংলাদেশে আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর যাত্রা শুরু হয়েছে। বর্তমানে দু’টি প্যাকেজে স্টারলিংকের সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ভবিষ্যতে আর কোন সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না।