তারুণ্য, টুইস্ট আর থ্রিল—আইস্ক্রিনে আসছে ‘পার্টি’ | চ্যানেল আই অনলাইন

তারুণ্য, টুইস্ট আর থ্রিল—আইস্ক্রিনে আসছে ‘পার্টি’ | চ্যানেল আই অনলাইন

কিছু তরুণ বাবা মা বাড়িতে না থাকার সুযোগে ‘পার্টি’ করার সিদ্ধান্ত নেয়। পার্টিতে এসে উপস্থিত হন আমন্ত্রণ জানানো হয়নি এমন এক ব্যক্তি এবং সেই ব্যক্তি পার্টির মোড়ই বদলে দেন। তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।

এমনই গল্পে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। এরইমধ্যে মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এলো ১ মিনিটের টিজার!

রিয়াদ মাহমুদের পরিচালনায় থ্রিলার ও ডার্ক কমেডি জনরার এই ফিল্মে অভিনয় করেছেন শরীফ সিরাজ, জুনায়েদ বাগদাদী, লামীমা লাম, আবদুল্লাহ সেন্টু, সাদ নাওভি, দস্তগীর শান, বাধন খান, ফারুক আহমেদসহ আরও একঝাঁক তরুণ উদীয়মান অভিনেতা।

‘পার্টি’ পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন রিয়াদ। তিনি বলেন, “এটি একটি তারুণ্য নির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। এর শেষটা আনপ্রেডিক্টেবল আর সেজন্যই দর্শককে বসে থাকতে হবে এবং গল্পটি শেষ করেই উঠতে হবে। আশা করি দর্শক বিশেষ করে তরুণরা ‘পার্টি’ পছন্দ করবেন। আইস্ক্রিনকে ধন্যবাদ, এমন নতুন কন্টেন্ট আর গল্প বলায় ভরসা রাখার জন্য।”

‘পার্টি’-তে নিজের চরিত্রের বর্ণনা দিয়ে অভিনেতা জুনায়েদ বাগদাদী বলেন,“আমার চরিত্রের নাম শাওন, যার কথায় কথায় বিরক্ত লাগে, শর্ট টেম্পার্ড হয়ে যাই। কিন্তু কেবল একজনের ক্ষেত্রেই সেটা ভিন্ন হয়, সেটা নীরা। দর্শক ওয়েব ফিল্মটি কীভাবে নেয়, সেটা জানতেই প্রতীক্ষায় আছি।”

‘পার্টি’ নিয়ে অভিনেতা শরীফ সিরাজ বলেন,“বর্তমানে বাজার চলতি থ্রিলার, রোমান্স, রিভেঞ্জ গল্পের বাইরে গিয়ে পরিচালক ‘পার্টি’র গল্প সাজিয়েছেন। কিন্তু সে গল্পে ড্রামা আছে, রহস্য আছে, এডভেঞ্চার আছে। ভিন্ন একটা কনটেন্ট হিসেবে আমি ‘পার্টি’ নিয়ে খুবই পজিটিভ। দর্শক উপভোগ করবে পার্টির সব আয়োজন।”

এই ওয়েব ফিল্ম নিয়ে লামীমা লাম বলেন,এই ফিল্মে আমার চরিত্রের নাম নীরা। যে চরিত্রটি নিয়ে বেশ কিছু টুইস্ট আছে, আমার চরিত্রটিও বেশ হিউমারাস। ‘পার্টি’র ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না। পুরো তারুণ্যনির্ভর একটি কাজ এটি। আশা করছি ওয়েব ফিল্মটি সবার ভালো লাগবে।

ওটিটিতে সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুল্লাহ সেন্টূ বলেন,“আমার চরিত্রটি খুবই মজার। দর্শক আমাকে এইবার একটু কম সিরিয়াস চরিত্রে দেখবে এবং মজা পাবে। আমি হচ্ছি বড়লোক সব বন্ধুদের মধ্যে একমাত্র গরীব আর আমার ভুলেই এই গল্পের মোড় বদলে যাবে। বেশি বলে ফেললাম কি? না না আর বলা যাবে না। দর্শক এই গল্প দেখে পিউর বিনোদন পাবে এতটুকু বলতে পারি।”

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পার্টি’ আইস্ক্রিনের অরিজিনাল কন্টেন্ট। এটি আগামি ১ জুন থেকে দর্শকরা স্ট্রিমিং করতে পারবেন।

Scroll to Top