বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর কোন ম্যান্ডেট নেই। তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও জানে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর ছিল অন্যতম কাজ, কিন্তু তা বাদ দিয়ে আর সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারকে মানবিক করিডর দিয়ে বাংলাদেশ কি ফ্রন্টলাইন স্টেট হওয়ার শংকায় পড়েছে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি।