সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই নেমেছে টিম টাইগার্স। পরিবর্তে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইমনের একাদশে না থাকার কারণ বিসিবি জানিয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করা তরুণ।
সোমবার ম্যাচ চলাকালীন সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ইমনের চোটের বিষয়টি জানিয়েছে। বলেছে, প্রথম ম্যাচে ব্যাট করার সময় বাম কুঁচকিতে অস্বস্তি বোধ করেছিলেন তিনি। সোমবার ইমনের ফিটনেস পরীক্ষা করা হয়। শঙ্কার কিছু নেই। খেলতেও অসুবিধা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাদশে রাখা হয়নি তাকে।
বিসিবি বলেছে, সাবধানতার বিষয়টি মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার প্রথম টি-টুয়েন্টিতে ৯ ছক্কা ও ৫ চারে ১০০ রান করেন ইমন। ২০১৬ সালের পর টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ছিল এটি। ইমনের আগে টি-টুয়েন্টি সেঞ্চুরি করেছেন টাইগারদের কেবল তামিম ইকবাল (১০৩), ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে।