সবুজে মুড়ে ফেলা হবে এই জেলা! খরচ জানলে অবাক হবেন

সবুজে মুড়ে ফেলা হবে এই জেলা! খরচ জানলে অবাক হবেন

Last Updated:

উষ্ণায়ন রুখতে সবুজ বাড়ানোর ওপর জোর দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। একাজে সামিল করা হচ্ছে স্কুল পড়ুয়াদের

সবুজে মুড়ে ফেলা হবে এই জেলা, খরচ জানলে অবাক হবেনসবুজে মুড়ে ফেলা হবে এই জেলা! খরচ জানলে অবাক হবেন
সবুজে মুড়ে ফেলা হবে এই জেলা, খরচ জানলে অবাক হবেন

পূর্ব বর্ধমান: উষ্ণায়ন রুখতে সবুজ বাড়ানোর ওপর জোর দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। একাজে সামিল করা হচ্ছে স্কুল পড়ুয়াদের। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি-র উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। জেলার প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের একাজে যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তাদের সহযোগিতা করবেন শিক্ষক-শিক্ষিকারা। উৎসাহ বাড়ানোর জন্য একাজে সফল স্কুলগুলিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন।

এ ব্যাপারে স্কুল পরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। প্রতি বছর গ্রীষ্মে রোদের তেজ বেড়েই চলছে। পথে বেরনোই দায় হয়ে উঠছে। প্রকৃতির এই রোষ থেকে রক্ষা পেতে যত বেশি সম্ভব গাছ রোপণ করতে হবে। স্কুলের পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ। তাদেরকেই এগিয়ে আসতে হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাছ কেনার জন্য অর্থ বরাদ্দ করার দরকার হচ্ছে না। এখন শুরু হয়েছে আমের মরশুম।। প্রতিটি বাড়িতেই পাকা আম থাকে। সেই আমের আঁটি যত্রতত্র ফেলে না দিয়ে ফাঁকা জায়গায় বসাতে হবে। তবে শুধু তা বসালেই হবে না। গাছটি যাতে বড় হয় তার নিশ্চিত করতে নজরদারি রাখতে হবে। গরু ছাগল থেকে বাঁচাতে প্রয়োজন মতো বেড়া দিতে হবে। যে স্কুল এই কাজে ভাল ভূমিকা নেবে তাদের পুরস্কৃত করাও হবে।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আম ছাড়াও তালগাছও রোপণ করা যেতে পারে। তালের আঁটি গ্রামের যেখানে সেখান ফেলে দেওয়া হয়। তা সংগ্রহ করেই গাছ রোপণ করা যাবে। সামনেই বর্ষার মরশুম। এই সময়েই গাছ রোপণ করার আদর্শ সময়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি মহকুমার শিক্ষাদপ্তরের আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে আলাদাভাবে বৈঠক করা হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, এটি জেলা প্রশাসনের অতি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। চারদিক সবুজে মুড়ে ফেলার থেকে ভালো কিছু হতে পারে না। এই কাজে পড়ুয়ারা উৎসাহের সঙ্গে এগিয়ে আসবে।

Scroll to Top