TMC: শুভেন্দুর পাড়ায় হাত দিল না তৃণমূল, সৌমেনকে আরও কোণঠাসা করতেই তমলুকে জোড়া বদল?

TMC: শুভেন্দুর পাড়ায় হাত দিল না তৃণমূল, সৌমেনকে আরও কোণঠাসা করতেই তমলুকে জোড়া বদল?

Last Updated:

সৌমেন মহাপাত্র পূর্ব মেদিনীপুরের পুরনো নেতা৷ জেলা সভাপতি, মন্ত্রী ছিলেন৷ কিন্তু বর্তমানে কোণঠাসা৷ মন্ত্রিত্ব, জেলা সভাপতি পদ থেকে আগেই সরানো হয়৷ এখন শুধু তমলুকের বিধায়ক৷ আগের বার অল্প মার্জিনে জেতেন৷

News18TMC: শুভেন্দুর পাড়ায় হাত দিল না তৃণমূল, সৌমেনকে আরও কোণঠাসা করতেই তমলুকে জোড়া বদল?
News18

তমলুক: বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল৷ প্রায় সব জেলাতেই তৃণমূলের সভাপতি এবং চেয়ারপার্সন পদে বদল করা হয়েছে৷  তবে পূর্ব মেদিনীপুরের অর্ধেক জেলার সাংগঠনিক ক্ষেত্রে বদল হলেও কাঁথিতে পুরনো মুখের ওপরেই ভরসা রাখল তৃণমূল। আহার তমলুক সাংগঠনিক জেলায় হল সাংগঠনিক রদবদল।

নন্দীগ্রামের জেলা পুর্ব মেদিনীপুরে শাসকদলের দুটি সাংগঠনিক জেলা। তমলুক ও কাঁথি। এর মধ্যে একটি জেলার সভাপতি ও জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও সভাপতি পদে দুজনকে পুনর্বহাল রাখলেও তমলুক সাংগঠনিক জেলার দুটি পদেই বদল আনলো শাসকদল। কাঁথি সাংগঠনিক জেলায় চেয়ারম্যান তরুণ কুমার মাইতি ও জেলা সভাপতি পীযূষকান্তি পাণ্ডাকে পুনর্বহাল করা হয়েছে। অপরদিকে তমলুক সাংগঠনিক জেলায় চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি ও জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্য়ায়কে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত রায়কে এবং জেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে। চিত্তরঞ্জন মাইতি ও অসিত বন্দ্যোপাধ্য়ায়কে রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য করা হয়েছে।

সৌমেন মহাপাত্র পূর্ব মেদিনীপুরের পুরনো নেতা৷ জেলা সভাপতি, মন্ত্রী ছিলেন৷ কিন্তু বর্তমানে কোণঠাসা৷ মন্ত্রিত্ব, জেলা সভাপতি পদ থেকে আগেই সরানো হয়৷ এখন শুধু তমলুকের বিধায়ক৷ আগের বার অল্প মার্জিনে জেতেন৷

দীপেন্দ্র তমলুক পুরসভার চেয়ারম্যান৷ সাত বারের কাউন্সিলর৷ স্বচ্ছ ভাবমূর্তি৷ সৌমেনের শিবিরের লোক নয়৷ অন্যদিকে সুজিত সৌমেনের বাড়ি যেখানে সেই পাঁশকুড়ার বাসিন্দা, ব্লক স্তরের নেতা৷ সুজিত ঘাটালের সাংসদ দেবের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান পদে দুই নতুন মুখকে এনে আসলে সৌমেনকেই আরও চাপে ফেলা হল বলে মনে করা হচ্ছে৷ সৌমেন এখন শুধু বিধায়ক থাকলেন৷ 2026-এ সৌমেন টিকিট পাবেন কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে

Scroll to Top