উন্মুক্ত বৈদ্যুতিক তারের কারণে হুমকিতে বন্যপ্রাণী | চ্যানেল আই অনলাইন

উন্মুক্ত বৈদ্যুতিক তারের কারণে হুমকিতে বন্যপ্রাণী | চ্যানেল আই অনলাইন

ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে উন্মুক্ত বৈদ্যুতিক তার। শহর কিংবা নগরের গন্ডি পেরিয়ে বন ও অভয়ারণ্যেও পড়েছে এর ভয়াল থাবা। মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণীরাও। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা ও অদুরদর্শীতায় অরক্ষিত বৈদ্যুতিক তারে হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তোরণে বন ও অভয়রাণ্যের বিদ্যুতের তার ইনস্যুলেটেড করার তাগিদ গবেষক ও পরিবেশবিদের।

Scroll to Top