শিস বাজিয়ে দেশাত্মবোধক গান! সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানান এই শিল্পী

শিস বাজিয়ে দেশাত্মবোধক গান! সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানান এই শিল্পী

Last Updated:

ভারত মায়ের বীর সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই সেই সমস্ত সেনা জওয়ানদের জন্য শিস বাজিয়ে গান করে শ্রদ্ধাজ্ঞাপন এক প্রবীণ ব্যক্তির।

X

শিস বাজিয়ে দেশাত্মবোধক গান! সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানান এই শিল্পী

শিস বাজিয়ে গান গাইছেন অসীম বাবু

ফুলিয়া: ভারত-পাকিস্তান আশান্ত আবহে শিস বাজিয়ে দেশের সেনা জওয়ানদের শ্রদ্ধা শান্তিপুরের প্রবীণ ব্যক্তি অসীম মহলদারের।বর্তমানে ভারত পাক যুদ্ধ আবহ। সেখানেই ভারত মায়ের বীর সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই সেই সমস্ত সেনা জওয়ানদের জন্য শিস বাজিয়ে গান করে শ্রদ্ধাজ্ঞাপন এক প্রবীণ ব্যক্তির।

নদিয়ার ফুলিয়ার জীবনানন্দ কলোনি এলাকার বাসিন্দা বছর ৪৫ এর অসীম মহলদার। ছোটবেলায় একবার শিস দিয়েছিলেন রাস্তায়, তখনই এলাকার প্রবীণ এক ব্যক্তি তাঁকে শাস্তি স্বরূপ কান ধরে উঠবোস করিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন শিস দেওয়া অপরাধ। পরবর্তীতে এই শিস দিয়ে গান বানানোর ইচ্ছে তাঁর মনে আসে।

দীর্ঘদিন ধরে অনুশীলন করে একের পর এক গান তুলে ধরেন শিসের মাধ্যমে। তবে তিনি মনে করছেন, সেই প্রবীণ ব্যক্তি যদি তাকে শাস্তি না দিতেন তা হলে আজ এই গান তিনি শিসের মাধ্যমে তুলে ধরতে পারতেন না। তাই আজও এলাকার সেই প্রবীণ ব্যক্তিকে গুরুদেব হিসেবে মানেন অসীমবাবু। বিভিন্ন জায়গাতে তিনি অনুষ্ঠানও করেন শিস বাজিয়ে গান করে।

Mainak Debnath

Scroll to Top