Last Updated:
গত শনিবারই বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার৷

বাংলাদেশে আওয়ামি লিগের উপরে মহম্মদ ইউনূস সরকারের নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক পদক্ষেপ বলে সমালোচনা করল ভারত৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দিন আওয়ামি লিগের উপর চাপানো নিষেধাজ্ঞা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন৷ একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ভারত৷
গত শনিবারই বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনলে আওয়ামি লিগ এবং তার নেতাদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়৷
মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়ে অত্যন্ত চিন্তিত৷ গণতান্ত্রিক পদ্ধতিকে উপেক্ষা করে বাংলাদেশে রাজনৈতিক পরিসরকে কমানো হচ্ছে৷ আমরা মনে করি যত দ্রুত সম্ভব বাংলাদেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা উচিত৷
গত বছর অগাস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তার পর থেকেই হাসিনা এবং তাঁর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে বাংলাদেশ সরকার৷ ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবিও জানানো হয়েছে৷ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির আর্জিও জানানো হয়৷ তবে এ দিনের বিবৃতির মধ্যে দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রক বুঝিয়ে দিল, ভারত এখনও শেখ হাসিনা এবং তাঁর দলের পাশেই রয়েছে৷
শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কও ভাল ছিল৷ হাসিনার অপসারণের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিরোধী মনোভাব দেখাতে শুরু করে৷ যার প্রভাব পড়ে দুই দেশের সম্পর্কেও৷ হাসিনার দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা নিয়েও ঢাকার উপরে নিজেদের অসন্তোষ স্পষ্ট করে দিল নয়াদিল্লি৷
Kolkata,West Bengal