Last Updated:
যেহেতু মার্কিন সরকারের প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই বেআইনি ভাবে এই ধরনের উপগ্রহ চিত্র কিনে পাকিস্তান সরকারের দুটি এজেন্সিকে সরবরাহ করা হয়েছিল, তাই ২০২২ সালে আমেরিকায় সইদকে গ্রেফতার করে জেলবন্দি করা হয় আমেরিকায়৷

পহেলগাঁও কাণ্ডে পাক যোগের আরও একটি জোরাল প্রমাণ মিলল৷ অভিযোগ পাকিস্তানি একটি সংস্থা মার্কিন একটি সংস্থার থেকে পহেলগাঁওয়ের উপগ্রহ চিত্র কিনেছিল৷ এর পর সেই ছবি পাকিস্তান সরকারের কাছে বিক্রি করেছিল ওই পাকিস্তানি সংস্থাটি৷ এমন কি, সেই সমস্ত উপগ্রহ চিত্র পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এজেন্সির হাতেও গিয়েছিল৷ দ্য প্রিন্ট- সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
পাকিস্তানের যে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেটির নাম বিজনেস সিস্টেমস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড৷ ওই সংস্থাটির মালিকানা রয়েছে ওবেইদুল্লাহ সইদ নামে এক ব্যক্তির হাতে৷
২০২০ সালে প্রথমবার সইদ এবং তার সংস্থার এই কাণ্ডকারখানার হদিশ পায় মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বিভাগ৷ তদন্তে উঠে আসে, সইদের সংস্থার সঙ্গে পাকিস্তানের অ্যাটোমিক এনার্জি কমিশন (পিএইসি) এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)-র নিবিড় যোগাযোগ রয়েছে৷ পিএইসি এবং এনডিসি পাকিস্তান সরকারের প্রতিরক্ষা এবং পরমাণু অস্ত্র নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শাখা৷
যেহেতু মার্কিন সরকারের প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই বেআইনি ভাবে এই ধরনের উপগ্রহ চিত্র কিনে পাকিস্তান সরকারের দুটি এজেন্সিকে সরবরাহ করা হয়েছিল, তাই ২০২২ সালে আমেরিকায় সইদকে গ্রেফতার করে জেলবন্দি করা হয় আমেরিকায়৷ তাঁর সংস্থা বিএসআই পরবর্তী সময়ে ম্যাক্সার টেকনলজি নামে আমেরিকার কোলোরাডোর একটি সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জন্য চুক্তিবদ্ধ হয়৷ এর কিছু দিন পর থেকেই সইদের সংস্থা ম্যাক্সার টেকনলজি কোলোরাডোর ওই সংস্থাটির থেকে পহেলগাঁওয়ের উপগ্রহ চিত্র কিনতে শুরু করে৷ পহেলগাঁও কাণ্ডের পর এই তথ্য ফের সামনে আসে৷ ফলে পহেলগাঁও হামলার সঙ্গে বিএসআই নামে ওই সংস্থার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা৷
দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, পহেলগাঁও হামলার সঙ্গে এই পাকিস্তানি সংস্থার যোগের বিষয়টি উঠে আসার পরই কোলোরাডোর ওই সংস্থা ম্যাক্সার টেকনোলজি বিএসআই-কে তাদের সঙ্গী সংস্থার তালিকা থেকে সরিয়ে দিয়েছে৷ বিএসআই-এর সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার আগে তারা যথাযথ খোঁজখবর নিয়েছিল কি না, তাও কোলোরাডোর ওই সংস্থা স্পষ্ট করেনি৷
তদন্তে আরও উঠে এসেছে, কয়েক বছর ধরেই গোপনে পাকিস্তান সরকারের প্রতিরক্ষা ক্ষেত্রে দুই এজেন্সি পিএইসি এবং এনডিসির সঙ্গে বিএসআই-এর মধ্যে ইমেল এবং আর্থিক লেনদেন হয়েছে৷ বিএসআই-এর পক্ষ থেকে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পিএইসি-কে যেমন একাধিক ই মেল পাঠানো হয়েছে, সেরকমই সরকারি এজেন্সি এনডিসি থেকে বিএসআই নামে ওই বেসরকারি সংস্থাকে চেকও পাঠানো হয়৷ এই সমস্ত গোপন লেনদেনই গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়িয়েছে৷
Kolkata,West Bengal
May 12, 2025 11:07 PM IST