সিরিজ হারলেও শেষটা রাঙিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

সিরিজ হারলেও শেষটা রাঙিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হেরে আগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশের ইমার্জিং মেয়েরা। শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগ্রেস। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ১৪ রানে জয় পেয়েছে শারমিন সুলতানার দল।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৯ রানে থামে সফরকারী দল।

বাংলাদেশের সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন ওপেনার ইসমা তানজুম। আফিয়া ইরা ও স্বর্ণা আক্তারের ৪০ ও ৪১ রানে ভর করে ২৫৩ রানের পুঁজি দাঁড় করায় লাল-সবুজের দল। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন টুকের ও র‍্যাপু।

জবাবে দারুণ শুরু পায় সাউথ আফ্রিকা। দুই ওপেনার লৌরেন্স ও ডি ক্লের্কের জুটিতে আসে ৯৭ রান। ৪২ রান ডি ক্লের্ককে ফেরান ইসমা তানজিম। আর ৬৮ রান করা লৌরেন্সকে ফেরান ফারজানা ইয়াসমিন। এরপর প্রোটিয়া ব্যাটার ফায়ে (৫৫) ধরে খেলার চেষ্টা করলেও বাকিদের ব্যাট থেকে আসেনি জয়ের জন্য পর্যাপ্ত রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার।

Scroll to Top