Pakistan Violates Ceasefire: সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, শ্রীনগরে সেনাঘাঁটির কাছে ধ্বংস চারটি পাক ড্রোন! কড়া জবাব ভারতের

Pakistan Violates Ceasefire: সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, শ্রীনগরে সেনাঘাঁটির কাছে ধ্বংস চারটি পাক ড্রোন! কড়া জবাব ভারতের

Last Updated:

পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করার পরই শ্রীনগর, পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট জারি করা হয়েছে৷

News18

ঘটা করে সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷

শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷ তিনি দাবি করেছেন, শ্রীনগরে ভারতের এয়ার ডিফেন্স ইউনিটও কার্যকর হয়েছে৷ রাজৌরি, আখুনর, পুঞ্চেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে খবর৷ রাজস্থানের পোখরান, গুজরাতের কচ্ছেও এলাকার আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর৷

Pakistan Violates Ceasefire: সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, শ্রীনগরে সেনাঘাঁটির কাছে ধ্বংস চারটি পাক ড্রোন! কড়া জবাব ভারতেরসূত্রের খবর, পাকিস্তানের হামলার কড়া জবাব দেওয়ার জন্য বিএসএফ-কে নির্দেশ দেওয়া হয়েছে৷

পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করার পরই শ্রীনগর, পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট জারি করা হয়েছে৷ জম্মুর উধমপুরে পাকিস্তানি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷

রাত ৯টার পর থেকে কাঠুয়া, বারামুলা, উধমপুরেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে৷ বারামুলা, উধমপুর, কাঠুয়ায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক সেনা লাগাতার গুলি বর্ষণ করছে বলে খবর৷ একাধিক জায়গায় মর্টার হামলাও চালানো হয়েছে৷

এ দিন দুপুরেই বিকেল ৩.৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও বা ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমও-কে ফোন করে সংঘর্ষবিরতির প্রস্তাব দেন৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে৷ এর পরই দুই দেশ সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে৷ তার আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা করেন৷ ভারতীয় সেনা অবশ্য জানিয়ে দেয়, প্রয়োজন হলে ফের পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pakistan Violates Ceasefire: সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, শ্রীনগরে সেনাঘাঁটির কাছে ধ্বংস চারটি পাক ড্রোন! কড়া জবাব ভারতের

Scroll to Top