সৌদি প্রো লিগে দারুণ পারফর্ম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটাও তার দখলে। তবে পর্তুগিজ কিংবদন্তির ক্লাব আল নাসেরের পারফরম্যান্স সন্তোষজনক। টেবিলের চারে নেমেছে দলটি। তাতে অনিশ্চিত ক্লাবটির জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ।
২০২২ সালে আল নাসেরে যোগ দেন রোনালদো। চলতি বছর জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৪০ বর্ষী কিংবদন্তির। এরপরই গন্তব্য বদলে যেতে পারে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর, রোনালদো নাকি চেয়েছিলেন ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে। তবে ক্লাবটি নাকি এই আলোচনা আপাতত স্থগিত রাখছে। তাতে প্রশ্ন উঠেছে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে।
গত বুধবার লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসের। তাতে টেবিলের চতুর্থ স্থানে নেমে যায় ক্লাবটি। মৌসুম শেষে যদি টেবিলে উন্নতি করতে না পারে তাহলে আগামী মৌসুমে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হবে আল নাসের।
এর আগে গত সপ্তাহে জাপানের জে-লিগের দল কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে আল নাসের।