টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে সাপের কামড়ে এক স্কুলশিক্ষার্থী ও এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (১০ মে) সকালে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় ও শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের পৃথক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তরপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী মোছা. আঁখি আক্তার (১৪) ও সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৬০)।

স্থানীয়রা জানান, আঁখি আক্তার রাতে পড়তে বসলে টেবিলের নিচ থেকে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দেয়। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আঁখির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

এদিকে কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তার বা হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তার মাকে নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতদের ছেলে হোসেন আলী বলেন, মার চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে সাপ দেখতে পাইনি। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বা হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top