Last Updated:
ভারতীয় সেনার মঙ্গল কামনায় সপ্তশতী যজ্ঞের মাধ্যমে প্রার্থনা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের

ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় বিশেষ যজ্ঞের আয়োজন
উত্তর ২৪ পরগনা: এবার ভারতীয় সেনার জন্য বিশেষ সপ্তশতী হোম যজ্ঞের আয়োজন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের। বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ভারতীয় সেনাবাহিনীর কল্যাণ ও দেশের শান্তির জন্য এই বিশেষ হোম যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
পাকিস্তানের তরফে সীমান্তে নির্বিচারে গোলাগুলি ও সাধারণ নাগরিকদের ওপর আক্রমণে কঠিন পরিস্থিতির মাঝেই, সকলের মঙ্গল কামনায় এই উদ্যোগ। যেখানে দেবী দুর্গার ছবি রেখে যোগ্যকুন্ডে অগ্নিশিখাকে ঘি আহুতি দেওয়া হয়।
মিশনের পক্ষ থেকে স্বামী শুভঙ্কর মহারাজ জানান, “যত ধর্ম, তত জয়। আমরা বিশ্বাস করি ভারত সব সময়ই জয়ী হবে। এই যজ্ঞ, প্রার্থনার মাধ্যমে আমরা ভারতীয় সেনার মঙ্গল কামনা করছি এবং দেবী দুর্গা ও জাতীয় পতাকাকে পুজো করছি।”
এদিন শুদ্ধ মন্ত্র পাঠের মধ্যে দিয়ে বিশেষ এই সপ্তশতী হোম যজ্ঞে শতাধিক ভক্ত ও মিশনের সদস্যরা উপস্থিত থেকে দেশের মঙ্গল কামনায় প্রার্থনা জানান।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
North 24 Parganas News: ‘যত ধর্ম, তত জয়’! দেবী দুর্গার সামনে ঘি আহুতি দিয়ে ভারতীয় সেনাদের জয় প্রার্থনা রামকৃষ্ণ মিশনের