চট্টগ্রামে সাউথ আফ্রিকা মেয়েদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। ইমার্জিং দলের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হেরেছে শারমিন সুলতানার দল।
বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৭.৫ ওভার ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।
সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।
এছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।
প্রোটিয়াদের জয়ের নায়ক টনিক্লিফ। মার্কশিয়াকে সঙ্গী করে দলকে জেতান। সর্বোচ্চ ৮৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন টনিক্লিফ। মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন।
বাংলাদেশের হয়ে ফারিহা ও সানজিদা দুটি করে ২ উইকেট নেন।