ক্ল্যাসিকোয় জিতলেও লিগ বার্সার ‘হাতেই’ থাকবে | চ্যানেল আই অনলাইন

ক্ল্যাসিকোয় জিতলেও লিগ বার্সার ‘হাতেই’ থাকবে | চ্যানেল আই অনলাইন

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। রয়েছে ট্রবল জয়ের পথে। বিপরীতে ঠিক ততটাই মলিন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর বার্সার কাছে হেরেছে কোপা ডেল রের ফাইনালে। লস ব্লাঙ্কোসরা এখন শুধু টিকে আছে লিগ শিরোপা জয়ের দৌড়ে। তবে সেটাও এখন পর্যন্ত বার্সার হাতেই আছে। বাস্তবতা মেনে নিয়েই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এল ক্ল্যাসিকো জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের আরও কাছে পৌঁছতে চান তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তিন গোলে এগিয়ে গিয়েও কোনোমতে জিতেছে রিয়াল। আর্দা গিলের গতবারের চ‍্যাম্পিয়নদের এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন কাইলিয়ান এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধে পথ হারিয়ে ফেলার দশা হয় তাদের। জাভি রদ্রিগেসের পর উইল সুইডবার্গের গোলে চাপে পড়ে যায় তারা। যদিও শেষপর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে আনচেলত্তির দল।

জয়ে ৩৪ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ের আছে মাদ্রিদের ক্লাবটি। সমান ম‍্যাচে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা। আগামী রোববার মৌসুমের চতুর্থ ক্লাসিকোয় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সার। আর রিয়াল জিতলে কাতালুনিয়ার ক্লাবটির সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনতে পারবে তারা।

তাতেও অবশ্য এগিয়েই থাকবে বার্সা, রিয়ালকে শিরোপা জিততে হবে অন্য তিন ম্যাচে সবকটিতে জয় এবং তাকিয়ে থাকতে বার্সার কোনো ম্যাচে হার অথবা ড্রয়ের দিকে। তাই দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ এল ক্ল্যাসিকো।

সেল্টার ভিগোর বিপক্ষে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ক্ল্যাসিকোয় জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে, এটা নির্ধারক। তবে প্রায় নির্ধারক যদিও লিগ এখনও বার্সেলোনার হাতে, কারণ তাদের বিপক্ষে জিতলেও আমরা এক পয়েন্টে পিছিয়ে থাকব। এটা আমাদের জন্য তাই দারুণ সুযোগ। আমাদের হাতে এক সপ্তাহ সময় আছে, ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতির জন্য যে সময় দরকার তা আমাদের আছে।’

‘আত্মবিশ্বাসের সবটুকু দিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে যাব। ওই ম্যাচে বার্সার মাঠে খেলতে পারা এবং লড়তে পারা দারুণ এক ব্যাপার। এক সপ্তাহ আগে কোপা ডেল রেতে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং জেতার খুব কাছেই ছিলাম। ওই ম্যাচের জন্য এমবাপে খুবই গুরুত্বপূর্ণ। তাদের হাই লাইনের (ডিফেন্স) বিপক্ষে তার গতি নির্ণায়ক হতে পারে। সে যত বেশি মাঠে বিচরণ করবে, ততই দলের জন্য ভালো হবে।’

Scroll to Top