বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম ভুল করতে পারে, কিন্তু গণমাধ্যমকে আক্রমণ করার হুমকি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, বিএনপি সবসময়ই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলো, আছে এবং থাকবে। বিশ^ মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সম্পাদকরা বলেন, বর্তমান সূচকে কয়েক ধাপ এগুলেও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।