India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও

India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও

Last Updated:

বাংলাদেশের ওই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নাম এএলএম ফজলুর রহমান৷ তিনি বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ডস বাংলাদেশ)-এর প্রধান হিসেবে কাজ করেছেন৷

মহম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান৷ India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও
মহম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান৷

ঢাকা: পাকিস্তানের রাজনৈতিক নেতা, মন্ত্রীরা তো ভারতকে হুঁশিযারি দিচ্ছেনই৷ এবার ভারতের দিকে হুমকি আসতে শুরু করল বাংলাদেশের থেকেও৷ বাংলাদেশের অন্তর্বতী মহম্মদ ইউনূস সরকারের ঘনিষ্ঠ এক প্রাক্তন সেনাকর্তা সমাজমাধ্যমে পোস্ট করে উত্তর-পূর্ব ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছেন৷ তবে নিজেদের একার ক্ষমতায় যে তা সম্ভব নয় তা বুঝেই চিনের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উত্তর পূর্ব ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছেন৷

বাংলাদেশের ওই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের নাম এএলএম ফজলুর রহমান৷ তিনি বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ডস বাংলাদেশ)-এর প্রধান হিসেবে কাজ করেছেন৷ ফেসবুকে পোস্ট করে তিনি প্রস্তাব দিয়েছেন, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে অবিলম্বে চিনের সঙ্গে কথা শুরু করা উচিত বাংলাদেশের৷

মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্ঠ ওই প্রাক্তন সেনাকর্তা ফেসবুকে লিখেছেন, ‘ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়া৷ আমার মনে যৌথ সামরিক অভিযান শুরু করার জন্য অবিলম্বে চিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করা উচিত৷ ‘

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-এর বিদ্রোহ এবং গণহত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের তৈরি তদন্ত কমিশনের মাথাতেও রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এএলএম ফজলুর রহমান৷ যদিও তাঁর এই বিতর্কিত মন্তব্যের দায় নিতে চায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ মহম্মদ ইউনূসের অফিসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফজলুর রহমানের মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত মত৷ বাংলাদেশ সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকেও একই মনোভাব আশা করে৷

সম্প্রতি চিন সফরে গিয়েও উত্তর পূর্ব ভারত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ তিনি দাবি করেন, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য ভৌগলিক ভাবেই অসুবিধাজনক বা আবদ্ধ অবস্থায় রয়েছে৷ উত্তর পূর্ব ভারতের কাছাকাছি কোনও সমুদ্র বন্দর না থাকায় জলপথে বাংলাদেশকেই ওই অঞ্চলের অভিভাবক বলে দাবি করেন ইউনূস৷ এই যুক্তি দেখিয়ে বাংলাদেশে চিনা বিনিয়োগ বাড়ানোর জন্যও বেজিংয়ের কাছে আর্জি জানান তিনি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

India Pakistan Tension: পাকিস্তানকে আক্রমণ করলেই দখল উত্তর পূর্ব ভারত! হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, জড়ালেন চিনকেও

Next Article

India Pakistan War: যে কোনও সময় হামলা চালাতে পারে ভারত, গুড়িয়ে দিতে পারে সবকিছু! ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান, কেন জানুন…

Scroll to Top