Bad Road: আটকে যাচ্ছে বাসও! পুরু কাদায় ঢেকেছে পাকা রাস্তা, কারণ জানলে অবাক হবেন

Bad Road: আটকে যাচ্ছে বাসও! পুরু কাদায় ঢেকেছে পাকা রাস্তা, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

এই সমস্যা গত কয়েক বছরে বেড়েছে। গত কয়েক বছরে  জেলায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার প্রবণতা খুব বেড়েছে। বাসিন্দাদের দাবি, লোক লাগিয়ে রাস্তা পরিস্কার করা হোক। অথবা মাঠের কাছাকাছি খামারে ধান রাখার ব্যবস্থা হোক।

আটকে যাচ্ছে বাসও! পুরু কাদায় ঢেকেছে পাকা রাস্তা, কারণ জানলে অবাক হবেনBad Road: আটকে যাচ্ছে বাসও! পুরু কাদায় ঢেকেছে পাকা রাস্তা, কারণ জানলে অবাক হবেন
আটকে যাচ্ছে বাসও! পুরু কাদায় ঢেকেছে পাকা রাস্তা, কারণ জানলে অবাক হবেন

বর্ধমান: রাস্তায় এতো কাদা যে যাতায়াত করাই দায়। সাইকেল মোটরসাইকেলের কথা বাদ দিন৷কাদায় আটকে যাচ্ছে বাসও। ট্রাক্টর দিয়ে টানতে হচ্ছে সেই বাস। না না, এ কোনও মাটির রাস্তা নয়। পাকা রাস্তা। তবে পিচের রাস্তা ঢাকা পড়ে গিয়েছে পুরু কাদায়। এ চিত্র পূর্ব বর্ধমানের ভাতার, রায়না, খন্ডঘোষের বিভিন্ন এলাকার।এখন বোরো ধান তোলা হচ্ছে  হারভেস্টার মেশিনে। ধান পরিবহণ করা হচ্ছে ট্রাক্টরে। তাতেই জমির কাদা উঠে আসছে রাস্তায়।

পথ চলতি বাসিন্দা, সাইকেল,বাইক বা টোটো চলাচলে বড় সমস্যা হচ্ছে। এক পসলা বৃষ্টি হলে সমস্যা বাড়ছে আরও।যেতে আসতে আছাড় খাচ্ছেন অনেকেই। বাড়ছে দুর্ঘটনা। রীতিমত প্রাণ হাতে নিয়ে কর্দমাক্ত রাস্তায় মানুষজন যাতায়াত করছেন। ভাতারের দেবপুর কামারপাড়া ও সাহেবগঞ্জ রাস্তায় ভয়াবহ অবস্থা। একই অবস্থা বর্ধমান কাটোয়া রোড, রায়নার বাদশাহী রোডে।

বোরো ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে সমস্যায় বিভিন্ন এলাকার বাসিন্দারা। পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ রাস্তায় এই সমস্ত যানের তোলা কাদায় বিরাট সমস্যা তৈরি হচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতার, রায়না, খণ্ডঘোষের নানা এলাকায় এই সমস্যা ভয়ানক। বাসিন্দারা বলছেন,  মাঠে ধান কাটার জন্য হারভেস্টার মেশিন আনা নেওয়া করার সময় মাঠের পুরু কাদা রাস্তায় চলে আসছে। আবার ট্রাক্টরে চাপিয়ে ধান নিয়ে  বাড়িতে আসার সময়ও রাস্তায় কাদা হচ্ছে। রাস্তাগুলি কর্দমাক্ত হয়ে থাকছে। উঠে যাচ্ছে রাস্তার পাথর,পিচ। পথচারী, সাইকেল,বাইক বা টোটো চলাচলে বড় সমস্যা হচ্ছে।

ভাতারের দেবপুর কামারপাড়া ও সাহেবগঞ্জ রাস্তায় ভয়াবহ অবস্থা। রাস্তায় ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় উঠে আসা  কাদামাটিতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তার ওপর বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে গেছে। জেলার বোরোধান চাষের এলাকার রাস্তায় এখন প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এই সমস্যা গত কয়েক বছরে বেড়েছে। গত কয়েক বছরে  জেলায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার প্রবণতা খুব বেড়েছে। বাসিন্দাদের দাবি, লোক লাগিয়ে রাস্তা পরিস্কার করা হোক। অথবা মাঠের কাছাকাছি খামারে ধান রাখার ব্যবস্থা হোক। এদিকে নজর দিক প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা দেখা হচ্ছে।

Next Article

Mamata Banerjee: মে মাসেই মুর্শিবাদাবাদে মমতা! ক্ষতিগ্রস্থদের সাহায‍্য থেকে শিল‍ান‍্যাস…একাধিক কর্মসূচি, এখন থেকেই তত্‍পর প্রশাসন

Scroll to Top