শ্রমিকের শ্রমের বিনিময়ে যে মজুরি দেওয়া হয় তাতে শ্রমিকের নুন আনতে পান্তা ফুরায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় পুরুষের পাশাপাশি নারীদের ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি পালনে সহায়তা করতে মালিকপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলেন নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দিবে।
সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী শ্রম নীতি ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয়। মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশে।