২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত! – DesheBideshe

২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত! – DesheBideshe


২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত! – DesheBideshe

ইসলামবাদ, ৩০ এপ্রিল – পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে- আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলায় পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে এই আক্রমণের পরিকল্পনা করছে ভারত। খবর জিও নিউজের

রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ভারতের এমন তৎপরতাকে ‘অসত্য, আত্মম্ভরিতাপূর্ণ এবং বিপজ্জনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত নিজেই বিচারক, আদালত ও শাস্তিদাতা হওয়ার ভান করছে।

তারার বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার দেশ এবং সবসময় বিশ্বব্যাপী এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে খোলামেলা ও স্বচ্ছ তদন্তে সম্মত হয়েছিলাম। কিন্তু ভারত তা এড়িয়ে যাচ্ছে, যা তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে।

মন্ত্রী আরও বলেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে জনমতকে উসকে দিয়ে বিপজ্জনক পথে হাঁটছে, যার পরিণতি সমগ্র অঞ্চলকেই বিপদে ফেলতে পারে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারতের সম্ভাব্য আগ্রাসন ও এর ফলাফল সম্পর্কে সচেতন থাকে। তিনি বলেন,যদি সংঘাত হয়, এর দায় সম্পূর্ণ ভারতের ওপরই বর্তাবে।

সবশেষে আতাউল্লাহ তারার জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মূল্যে তা রক্ষা করা হবে।’

সূত্র: কালবেলা
আইএ/ ৩০ এপ্রিল ২০২৫



Scroll to Top