Murshidabad News: সীমান্তে অস্থির পরিস্থিতি! মুর্শিদাবাদ জেলায় জারি কড়া নজরদারি, চলছে নাকা চেকিং

Murshidabad News: সীমান্তে অস্থির পরিস্থিতি! মুর্শিদাবাদ জেলায় জারি কড়া নজরদারি, চলছে নাকা চেকিং

Last Updated:

Murshidabad News:রাতে দুস্কৃতী দৌরাত্ম্য রুখতেই পুলিশের পক্ষ থেকে  ছোট থেকে বড় সমস্ত গাড়ি নাকা চেকিং করা হয়। গাড়ি চেকিং করে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র ও নাশকতার জিনিস সীমান্তবর্তী এলাকায় ঢুকছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

X

Murshidabad News: সীমান্তে অস্থির পরিস্থিতি! মুর্শিদাবাদ জেলায় জারি কড়া নজরদারি, চলছে নাকা চেকিং

সীমান্তে নজরদারি করছে পুলিশ 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: সীমান্তে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু করল এবার জেলা পুলিশ প্রশাসন। রাত হতেই দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে। তাই বাস থেকে টোটো, ছোট গাড়ি সমস্ত কিছু যান চলাচলের ওপরে এবার নজরদারি শুরু করল সাগরপাড়া থানার পুলিশ। সাগরপাড়া থানার ওসি-র নেতৃত্বে মধ্যরাতে বিভিন্ন এলাকাতে চলল করা পুলিশি নজরদারি নাকা চেকিং। জানা গিয়েছে, কাশ্মীরে জঙ্গিহানার পরেই কিন্তু সীমান্তবর্তী এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বিভিন্ন এলাকায়। সীমান্তবর্তী থানা হিসেবে পরিচিত এই সাগরপাড়া থানা। তাই রাতে দুস্কৃতী দৌরাত্ম্য রুখতেই পুলিশের পক্ষ থেকে  ছোট থেকে বড় সমস্ত গাড়ি নাকা চেকিং করা হয়। গাড়ি চেকিং করে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র ও নাশকতার জিনিস সীমান্তবর্তী এলাকায় ঢুকছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে দুস্কৃতীদের দৌরাত্ম্য শুধু নয়, বিভিন্ন সময় দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে জেলায় প্রবেশ করা হচ্ছে। গত তিন দিনে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং জাল নোট উদ্ধার করেছে জেলা পুলিশ। আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে রাতে কড়া নজরদারি শুরু করা হয়েছে। সাধারণ পথচারী এবং গাড়ির চালকরা জানিয়েছেন, পুলিশের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে শুধু বর্তমানে সময় পরিপ্রেক্ষিতে বলে নয়, সারা বছর যাতে এই নাকা চেকিং এবং পুলিশি নিরাপত্তা যদি থাকে তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। জলঙ্গি এবং সাগরপাড়া থানা মূলত সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত তাই এখানে অসাধু কাজ রুখতে পুলিশের এই ভূমিকা বেশ প্রশংসনীয়।

Next Article

Viral Couple Video: প্রথাগত তালিম ছাড়াই এত সুর…! স্বামী-স্ত্রী গাইছেন একের পর এক গান, একবার শুনলে মুগ্ধতা ঘিরে ফেলবে

Scroll to Top