১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলব – DesheBideshe

১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলব – DesheBideshe



১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলব – DesheBideshe

ঢাকা, ২৯ এপ্রিল – মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে ডিপিএলে টানা শিরোপা জয়ের হ্যাটট্রিক গড়ল আবাহনী। চ্যাম্পিয়ন হওয়ার পথে দলটির হয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। টুর্নামেন্ট জুড়েই ব্যাট বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন তিনি। শিরোপা জয়ের পর তার কণ্ঠে আবাহনীকে নিয়ে আবেগ ঝরেছে।

সৈকত বলেন, ‘২০১৩ সালে আবাহনীতে যোগ দিয়েছিলাম স্পষ্ট মনে আছে। ১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি। আমি চেষ্টা করেছিলাম আবাহনীতে থাকার। যখন দল গঠন করাও কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতেও আমার সেই ডেডিকেশনটা ছিল যে আমি আবাহনীতেই খেলব।’

পরে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। তারা আমাকে রাখতে পেরেছে। তারা আমাকে সাপোর্ট করেছে। চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাই ভালো লাগছে সব মিলিয়ে। পুরো দল ভালো খেলেছে এটাই আমার কাছে বড় ব্যাপার।’

চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় সৈকত আরও বলেন, ‘আবাহনীর হয়ে শিরোপা জিততে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। তাদের হয়ে এত বছর খেলতে পারছি, সার্ভিস দিতে পারছি এটাই বিশাল কিছু। আপনি যখন ভালো খেলতে থাকবেন, জোনের শটগুলো খেলতে পারবেন অবশ্যই এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। মিঠুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল সেটা কাজ আরও সহজ করে দিয়েছে।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫



Scroll to Top