Golpata: গোল না হলেও নাম গোলপাতা! এই গাছের পাতা থেকে ফল, সবই সুন্দরবনের বাসিন্দাদের বাঁচার আলাদা রসদ

Golpata: গোল না হলেও নাম গোলপাতা! এই গাছের পাতা থেকে ফল, সবই সুন্দরবনের বাসিন্দাদের বাঁচার আলাদা রসদ
সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মন্ডল জানান, কয়েক দশক আগে সুন্দরবন এলাকার প্রত্যন্ত মানুষ বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর, আলাঘর, বৈঠকখানাসহ বিভিন্ন ঘরের ছাউনিতে এই গোল পাতা ব্যবহার করত। যদিও বর্তমানে মাটির বাড়ি হ্রাস পাওয়ায় গোলপাতা গাছের ছাউনির তেমন দেখা মেলেনা।Golpata: গোল না হলেও নাম গোলপাতা! এই গাছের পাতা থেকে ফল, সবই সুন্দরবনের বাসিন্দাদের বাঁচার আলাদা রসদ

সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মন্ডল জানান, কয়েক দশক আগে সুন্দরবন এলাকার প্রত্যন্ত মানুষ বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর, আলাঘর, বৈঠকখানা সহ বিভিন্ন ঘরের ছাউনিতে এই গোলপাতা ব্যবহার করত। যদিও বর্তমানে মাটির বাড়ি হ্রাস পাওয়ায় গোলপাতা গাছের ছাউনির তেমন দেখা মেলেনা।

Scroll to Top