Digha Jagannath Temple: ৬৭২ প্রদীপে সেজে উঠবে জগন্নাথ মন্দির, গর্ভগৃহের বৈশিষ্ট্য জেনে নিন

Digha Jagannath Temple: ৬৭২ প্রদীপে সেজে উঠবে জগন্নাথ মন্দির, গর্ভগৃহের বৈশিষ্ট্য জেনে নিন

Last Updated:

মূল প্রবেশদ্বারের মোট তিনটি অংশ রয়েছে। মাঝের অংশটি খানিকটা বড়। দু’দিকের অংশ মাঝির অংশ অপেক্ষা খানিক ছোট। মাঝির অংশটি ১০ মিটার এবং দু’দিকের ছোট গেট দুটি ৮.৫ মিটার। এই প্রবেশ পথের মাথাগুলি আবার পিরামিড আকৃতির মত রয়েছে।

৬৭২ প্রদীপে সেজে উঠবে জগন্নাথ মন্দিরDigha Jagannath Temple: ৬৭২ প্রদীপে সেজে উঠবে জগন্নাথ মন্দির, গর্ভগৃহের বৈশিষ্ট্য জেনে নিন
৬৭২ প্রদীপে সেজে উঠবে জগন্নাথ মন্দির

আবীর ঘোষাল, পূর্ব মেদিনীপুর: দিঘা জগন্নাথ ধামের মূল যে প্রবেশ পথ সেই প্রবেশদ্বারের নির্দিষ্ট মাপ রয়েছে। সেটা ঠিক কিরকম ? মূল প্রবেশদ্বারের মোট তিনটি অংশ রয়েছে। মাঝের অংশটি খানিকটা বড়। দু’দিকের অংশ মাঝির অংশ অপেক্ষা খানিক ছোট। মাঝির অংশটি ১০ মিটার এবং দু’দিকের ছোট গেট দুটি ৮.৫ মিটার। এই প্রবেশ পথের মাথাগুলি আবার পিরামিড আকৃতির মত রয়েছে। সুদৃশ্য অলঙ্কৃত এই প্রবেশ পথ দেখলে মনে হতেই পারে এ যেন জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন– সরাসরি যুদ্ধের হুমকি, সিন্ধু জল চুক্তি স্থগিত করায় কেন এত মুষড়ে পড়েছে পাকিস্তান ? আসল দুই কারণ জানতেই হবে

গোটা মন্দির প্রাঙ্গণে দিয়া স্তম্ভ রয়েছে মোট ১২ টি। প্রত্যেকটি দিয়া স্তম্ভে ৫৬ টি করে দিয়া প্রদীপ জ্বালানো হবে। সব মিলিয়ে মোট ৬৭২ টি প্রদীপ জ্বলবে দিঘা জগন্নাথ ধামের প্রাঙ্গণে।

মূল মন্দিরসমগ্র মন্দিরকে আমরা যদি দেখি তাহলে আমরা শুরুতেই নয় ভাগে ভাগ করব গোপুরম

১. (সিংহ দুয়ার) পদ্মকুণ্ড গোপুরম

২. ভোগ মণ্ডপ নাটমন্দির জগমোহন ভীমানাগোপুরম

৩. (ব্যাঘ্র দুয়ার)- আমাদের মনে রাখতে হবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুরীর মতো আমাদের দিঘার জগন্নাথ ধামেও রোজ পতাকা পরিবর্তন করা হবে। এই কারণে পুরীতে যারা পতাকা খোলা এবং লাগানোর কাজ করেন তাদের পরিবার থেকেই একটি দল নিয়ে আসা হয়েছে। কিন্তু কিভাবে উঠবেন এই মন্দিরের চূড়ায় ? এই চূড়ায় উঠতে গেলে মোট ২৩৬ টি সিঁড়ি তৈরি হয়েছে তিন ধাপে। প্রথম ধাপে রয়েছে ১০২ টি সিঁড়ি দ্বিতীয় ধাপে ৬৫ এবং তৃতীয় ধাপে রয়েছে ৬৯ টি সিঁড়ি।সিঁড়ি রয়েছে ভিতর থেকে। তৃতীয় ধাপটি স্পাইরাল বা প্যাঁচানো।

আরও পড়ুন– কয়েক মিনিট টয়লেট ব্যবহারের বিল ৮০৫ টাকা ! রাজস্থানের খাটু শ্যাম দর্শনে মহিলার অসহায়তার সুযোগ নিলেন হোটেলকর্মী, নিন্দায় সরব নেটদুনিয়া

সীমানার ভেতরেই রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই গর্ভ গৃহের উচ্চতা ৬৫ মিটার। পুরীর মন্দিরের সমান উচ্চতার এটি। এর ভেতরেই রয়েছে রত্ন বেদি। যার প্রস্থ ১৮ ইঞ্চি,উচ্চতা ২২ ইঞ্চি।এখানে মূর্তি তোলার কাজ শুরু হয়েছে ১৭ই মার্চ। কাজ শেষ হয় ১৯ মার্চ। আপাতত উদ্বোধনের অপেক্ষায় মন্দির।

Next Article

Digha Jagannath Temple Controversy: জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই বাতিল দিঘা যাওয়ার জোড়া লোকাল! রাজনীতির অভিযোগ তৃণমূলের

Scroll to Top