চট্টগ্রাম থেকে: বাংলাদেশে আসার আগে চার বছরে ১০টি টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। জয়ের দেখা মেলেনি। সিলেটে ১১তম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে রোডেশিয়ান দলটি। দীর্ঘসময় পর জয়ে ফেরাকে পরিশ্রমের সুফল মনে করছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান।
সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ ড্র করতে পারলে সিরিজ সফরকারী দলটির। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জয়ের ধারা বজায় রাখার কথা শোনালেন জিম্বাবুয়ে অধিনায়ক।
‘আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ধীরে ধীরে সেই ধারাবাহিক পরিকল্পনার সুফল পাচ্ছি। সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।’
চট্টগ্রাম টেস্টে একাদশে পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত জিম্বাবুয়ে অধিনায়কের। বলেছেন, ‘এটা নতুন উইকেট, কন্ডিশনেও কিছুটা পার্থক্য আছে, প্রয়োজনে একাদশে পরিবর্তন আসতে পারে।’