চতুর্থ ম্যাচে হেরেছে বাংলাদেশ, সিরিজ নেপালের | চ্যানেল আই অনলাইন

চতুর্থ ম্যাচে হেরেছে বাংলাদেশ, সিরিজ নেপালের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেও সিরিজের চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক নেপাল। ম্যাচে বাজে রেফারিংয়ের অভিযোগ করেছে বাংলাদেশ।

সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে নেপালের অব্যবস্থাপনা চোখে পড়েছে বাংলাদেশ দলের। সময় শেষ হওয়ার আগেই শেষ বাঁশি বাজানোর অভিযোগ করায় আবারও খেলা শুরু হয়েছিল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে একই মাঠে।

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে ছিল বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না শ্রাবনী-রুপালিদের। ম্যাচের শুরুতে তিন পয়েন্ট আদায় করে নিয়ে সেই ইঙ্গিত দিয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর নেপালও গুছিয়ে উঠে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধের খেলা। তখন বাংলাদেশের ৯, নেপালের ১০ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে সমানতালে চলছিল বাংলাদেশ-নেপালের খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও বাংলাদেশকে ম্যাচ হারতে হয় ২১-১৭ পয়েন্টে। অবশ্য ম্যাচের পর বাজে রেফারিংয়ের অভিযোগ করেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা। ম্যাচের পর তিনি বলেন-

‘আমাদের মেয়েরা শুরু থেকেই ভালো খেলছিল। কিন্তু ম্যাচে যা দেখলাম, আমাদের মেয়েরা টাচ করছে সাথে বোনাস পাচ্ছে, কিন্তু রেফারি বোনাস দিচ্ছে না। বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। বারবার রেফারি ভুল করেছে। আমাদের অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট দেয়নি। স্বাগতিক হওয়ার কারণে রেফারি প্রথম থেকেই ওদেরকে বাড়তি সুবিধা দিচ্ছিল। আমাদের রিভিউগুলা আনসাকসেসফুল দেখাচ্ছে আর নেপালের সাকসেস দেখাচ্ছে। পয়েন্ট না দেয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। আর এই চাপ দলের উপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়। কিন্তু দেয়া হচ্ছে না।’

তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ দল। ওই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২৬-২৩ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। নেপালের কাছে ২৯-২২ পয়েন্টে হারলেও দারুণ লড়াই করেছিল জাতীয় নারী কাবাডি দল। প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ।

Scroll to Top