নয়াদিল্লি, ২৪ এপ্রিল – দক্ষিণ কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার দুদিন যেতে না যেতেই নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড়ের কাছে নিরাপত্তা বাহিনী এবং একদল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের উধমপুরের বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের একটি গ্রুপ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। সেখানে সংঘর্ষ এখনো চলছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। সন্ত্রাসীদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় সংস্থা।
পহেলগামে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের ক্ষেত্রে তাদের গতিবিধি সম্পর্কে খোঁজ দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে অনন্তনাগ পুলিশ। এক্ষেত্রে তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। এসব তথ্য জানানোর জন্য দুটি ফোন নম্বর এবং একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ এপ্রিল ২০২৫