নয়াদিল্লি, ২৪ এপ্রিল – ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। এর মধ্যে দুই দেশের মধ্যে সংযোগকারী প্রধান সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।
বুধবার (২৩ এপ্রিল) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঠিক একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- ভারত-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল ও দুই দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
ভারত স্পষ্টভাবে দাবি করেছে, পাকিস্তান “সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা” করছে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।
গত মঙ্গলবারের হামলা ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। কাশ্মীরের বিখ্যাত পেহেলগাম ভ্যালিতে গুলিবর্ষণ করে হামলাকারীরা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, হামলার পেছনে রয়েছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, শুধু যারা সরাসরি হামলায় জড়িত এবং যারা এই হামলার পরিকল্পনা করেছে তাদেরও খুঁজে বের করা হবে।
কাশ্মিরের এই ভয়াবহ হামলার ঘটনায় পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যটকদের মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করে।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৪ এপ্রিল ২০২৫