আশরাফুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা চাই, যে নারীদের সমান অংশগ্রহণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সেই নারীরা নিজেদের নিরাপদ বোধ করুক। কোনো দুর্বৃত্তের অপপ্রচার এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইলে আমরা তাদের বিষদাঁত ভেঙে দিব। এমন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ইসরাত জাহান ইশাও বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, ফওজিয়া ফারিহা করবী, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাব্বির, ফারজানা আক্তার মিতু, সদস্য জুবায়ের হাসিব, শ্বাশত হক প্রমুখ।